বর্তমানে বিশ্বে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এই সংখ্যা ইতোমধ্যে ৩০০ কোটি ছাড়িয়েছে। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
দ্য নেক্সট ওয়েব এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রতিদিন প্রায় ৩.০২৮ বিলিয়ন মানুষ তাদের স্ট্যাটাস এবং স্টোরি আপডেট করার জন্য দিনের অন্তত কিছু সময় সোশ্যাল মিডিয়ায় লগইন করেন।
বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা সাড়ে সাতশ’ কোটির কাছকাছি। সে হিসেবে বিশ্বের প্রায় ৪০ ভাগেরও বেশি মানুষ দিনের কোনো না কোনো সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অল্পসংখ্যক মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। বিশ্বে সোশ্যাল মিডিয়া ব্যবহারে শীর্ষে আছে ফেসবুক। বর্তমানে এই মাধ্যমে সক্রিয় আছেন ২০০ কোটিরও বেশি মানুষ।