ভয়’ শিরোনামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ছবিটিকে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ হাজরা। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
অন্যদিকে নুসরাতের শরীর ফিট রাখার একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়াতে। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে ফারিয়াকে কঠোর জিম করতে দেখা গেছে। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন বহু দর্শক।
ফারিয়া জানান, শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান তিনি। এটি তার নিয়মিত কাজেরই একটি অংশ।
‘ভয়’ ছবিটি পরিচালনা করবেন ভারতের নির্মাতা রাজা চন্দ।