জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষের (মুন্সিগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরো বলেন, সরকারি অফিস সমুহে মূণ্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এছাড়া শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
মোহা. গোলাম রাব্বানীর (চাঁপাইনবাবগঞ্জ-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী জানান, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরসমূহে মধ্যে প্রথম শ্রেণির শূন্য পদ ৪৮ হাজার ২৪৬টি। দ্বিতীয় শ্রেণির শূন্য পদ ৫৪ হাজার ২৯৪টি। তৃতীয় শ্রেণির শূন্য পদ ১ লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং চতুর্থ শ্রেণির শূন্য পদ সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।