এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় শিক্ষাঙ্গন

প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে শিক্ষার্থীদের বৈঠকঃ অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের আশ্বাস

পবিপ্রবি প্রতিনিধি //মোঃ ইমরান হোসেনঃ
প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা হীরেশ রঞ্জন ভৌমিকের সাথে সারাদেশের ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০১৯ ইং) প্রানিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক ( প্রানি স্বাস্থ্য ও প্রশাসন ) ডা মো আব্দুল জব্বার মোল্লা, উপ পরিচালক , প্রশাসন ,ডাঃ মো হাসান ইমাম, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) মহাসচিব ড মো হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, গন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ সহ প্রমুখ।
বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর মহাসচিব ড মো হাবিবুর রহমান মোল্লা বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগে পাশকৃত প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রামকে স্বাগত জানাই এবং দ্রুত বাস্তবায়নে জোর দাবী জানাই।প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, এই অর্গানোগ্রাম আমাদের সবাইকে নিয়েই বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবো” শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রতন রহমান বলেন, ” দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের এই অর্গানোগ্রাম। আমরাও অনেক কিছু ছাড় দিয়েছি, আমাদের প্রত্যাশিত মত পদ আমরা পাই নাই। তবুও প্রানিসম্পদের উন্নয়নে এই অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছি। অর্গানোগ্রাম বাস্তবায়নে সকল অপশক্তির বিরুদ্ধে সারা বাংলার ভেটেরিনারি ছাত্র সমাজ সর্বদা জাগ্রত থাকবে”

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official