পবিপ্রবি প্রতিনিধি //মোঃইমরান হোসেনঃ
বাংলাদেশ ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পটুয়াখালীর বাবুগঞ্জের সন্তান আল নাহিয়ান খান জয়কে মনোনীত করায় আনন্দ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগ। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের মূল ভবন হাপসী থেকে এ মিছিলের সূচনা হয় এবং বঙ্গবন্ধু চত্বরে কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন- সোয়েব শুভ, মাইদুল ইসলাম, তানভীর আহমেদ সজীব, ফেরদৌস পিয়াল, স্বপন কুমার আবির, আফনান ইকবাল, হুমায়ুন আহমেদ, ইভান আহমেদসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আল নাহিয়ান খান জয় কেন্দ্রীয় ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি ছিলেন। নানা অভিযোগের মুখে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল-নাহিয়ান খান জয় নির্বাচিত হওয়ার খবরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান ও বাবুগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন ছাত্রলীগ কর্মী ও নেতারা।