নিজস্ব প্রতিবেদক ::
মাদক ব্যবসায়ী মুন্নির দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে বরিশাল নগরীর কাউনিয়া থানার সরদার সড়ক এলাকার কয়েকহাজার বাসিন্দা। থানায় অভিযোগ দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। শেষপর্যন্ত মাদক ব্যবসা বন্ধের দাবিতে বার হুশিয়ারী দিয়ে খানায় লিখিত অভিযোগ দিলেও নিবর দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। তাদের অভিযোগ, বিক্রির জন্য কারবারিদের ইয়াবা ও গাঁজার যোগান দিচ্ছে পুলিশের কোনো কোনো সদস্য।
কাউনিয়া থানার এই এলাকায় ইয়াবা ও গাঁজার কারবার এতটাই ভয়াবহ রূপ নিয়েছে। সকাল সন্ধ্যা মাদকসেবীদের যন্ত্রণায় এলাকায় নারীরা বের হতে পারছেনা। এবং নানা সময় অপ্রিতিকর পরিস্থিতিতে পড়ছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য দিলেও কোন ব্যবস্থা নেয়না থানা পুলিশ। এসময়, ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশের আঁতাতের অভিযোগও করেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, মুন্নিকে একাধিক বার উচ্ছেদ করে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। তবু মুন্নি গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান ওসি।”