আরিফুর রহমান আরিফ :
ঝালকাঠিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহরের শেখ রাসেল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী ।
ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন। মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকাসহ দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে জাতি গঠনের লক্ষ্যে তিনি তাঁর পিতা-মাতার নামে সারাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি করতে ফুটবল খেলা অত্যন্ত জরুরি। এটি একটি ঐতিহ্যবাহী খেলা।
উদ্বোধনী দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেন কাঁঠালিয়া উপজেলা ও নলছিটি উপজেলা।