এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খুলনা জেলার সংবাদ

খুলনায় ১০টাকার চাল পাচ্ছেন ৮৪ হাজার হতদরিদ্র পরিবার

খুলনা প্রতিনিধি/জান্নাতুল ফেরদৌস:

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খুলনা জেলার উপকারভোগী প্রায় ৮৪ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরুy হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম চলছে। জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানায়, এই কর্মসূচিতে সিটি করপোরেশন ও পৌর এলাকা ছাড়া খুলনা জেলার ৬৮টি ইউনিয়নের ৮৩ হাজার ৯৪৪টি পরিবার ১০ টাকা কেজি দরে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৩০ কেজি করে চাল পাবেন। এছাড়া ২০১৯-২০ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে ২০২০ সালের মার্চ ও এপ্রিল মাসে উপকারভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হবে। সূত্রটি জানায়, কর্মসূচির আওতায় খুলনায় ৮৩ হাজার ৯৪৪টি পরিবার এই সহায়তা পাবে। এর মধ্যে দাকোপে নয়টি ইউনিয়নে ১৪ হাজার ৬৯৫টি পরিবার, ডুমুরিয়ায় ১৪টি ইউনিয়নে ৮ হাজার ৯৫৬টি, পাইকগাছায় ১০টি ইউনিয়নে ১৩ হাজার ১২৩টি, তেরখাদায় ৬টি ইউনিয়নে ৪ হাজার ৫২০টি, বটিয়াঘাটায় ৭টি ইউনিয়নে ১০ হাজার ৫০৪টি, ফুলতলায় ৪টি ইউনিয়নে ৪ হাজার ৮৪টি, কয়রায় ৭টি ইউনিয়নে ১০ হাজার ৩৫৯টি, রূপসায় ৫টি ইউনিয়নে ১০ হাজার ২৮৮টি এবং দিঘলিয়ায় ৬টি ইউনিয়নে ৭ হাজার ৪১৫টি পরিবার সহায়তা পাবে। এই নয় উপজেলায় ডিলারের সংখ্যা ১৭২ জন। গত ২০১৮-১৯ অর্থবছরে ৫ মাসে প্রত্যেক মাসে এই কর্মসূচির আওয়ায় উপজেলাগুলোতে মাসে ২ হাজার ৫১৮ মেট্রিক টন করে মোট ১২ হাজার ৫৮৮ মেট্রিক টন চাল বিক্রি হয়। খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান পূর্বাঞ্চলকে বলেন, চলতি মাসের ১৬ তারিখ থেকে চাল বিক্রি শুরু হয়েছে। আগামী নভেম্বর মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official