রাতুল হোসেন রায়হান:
গত বছরের তুলনায় এ বছর প্রচুর পরিমানে সুপারী হয়েছে বরিশাল অঞ্চলে । এই অঞ্চলের সুপারী যেন সারাদেশের প্রিয় এক খাদ্যের নাম। বরিশালের বড় সুপারী বাজার হচ্ছে হিজলা থানার কাউরিয়া বাজার এখানে সপ্তাহে শনিবার ও বুধবার এই দুই দিন বাজার মিলে।
প্রতি বাজারেই হাজার হাজার বস্তা পাকা সুপারী ক্রয় বিক্রয় করা হয় সেখানে।
কাউরিয়া বাজারের বড় ব্যবসায়ি হাজী মো: হেলাল উদ্দিন জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসে সুপারী ক্রয় করার জন্য কোটি কোটি টাকার সুপারী ক্রয় বিক্রয় হয়। আশ্বিন কার্তিক ও অগ্রাহয়ন এই তিন মাস সুপারীর সৃজন। এই বাম্পার ফলনে এবার ক্রেতা ও বিক্রেতার উভয়ের মুখে হাসি ফুটেছে ।