রাতুল হোসাইন রায়হান:
জন্ম সনদ শিশুর অধিকার বাস্তবায়নে দায়িত্ব সবার এই শ্লোগান নিয়ে আজ ৭ অক্টোবর সোমবার সকাল ৯ টায় বরিশাল জেলা প্রশাসন বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল শাখার আয়োজনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বিশ্ব শিশু দিবস ২০১৯ উপলক্ষে শিশু শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হযে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়।
শিশু শোভাযাত্রার উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌইিদুজ্জামান পাভেল, বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক আহমেদ, বরিশাল আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ এনসিটিএফ বরিশাল এর সদস্যরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।