পিরোজপুরের ভান্ডারিয়ায় হালিম খান(২২) ও শামীম (২২) নামের দুই মাদকসেবীকে পৃথক ভাবে প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম।
জানা গেছে, ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের কামাল খানের ছেলে হালিম খান ও একই এলাকার কবিরের খেলে শামীম জনৈক কবিরের রান্না ঘরে বসে মাদক সেবনরত অবস্থায় আটক করে উপজেলায় নিয়ে আসলে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেক কে ৩ মাসের কারাদন্ড ও নগদ ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের কারাডন্দাদেশ প্রদান করলে জনিমানার টাকা নগদ প্রদান করায় তিন মাসের সাজা বহাল থাকে। ভা-ারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান,দন্ডিতদের গতকাল রোববার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।