পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চাকামায়া ইউনিয়নের নিউপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউসুফ তালুকদার (৭০) এবং তার ছেলে আলমোর তালুকদার (৩৩)।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বেলাল হোসেন বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার চাকামায়া ইউনিয়নের নিউপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইউসুফ তালুকদার ও তার ছেলে আলমোর তালুকদারকে আটক করা হয়েছে। আটকরা নিউপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।