বরিশালে বিদ্যালয়ে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বিষয়ক প্রতিবেদন দিলো ওয়াল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপিসি।বুধবার সকাল ১১টার সময় বরিশাল জেলা প্রশাশক সম্মেলন কক্ষে েএই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক মো:হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ন্যাশনাল সেন্ট্রাল চাইল্ড ফোরামের সম্পাদক ও বরিশাল সেন্ট্রাল চাইল্ড ফোরামের সভাপতি মোঃ আবু সুফিয়ান শেখ।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো:আরিফ বিল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন নারী বিষয়ক কর্মকর্তা,সরকারি উর্ধতর কর্মকর্তা বৃন্দ,সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মাকসুদা আক্তার মিতু,প্লান ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি,বিভিন্ন এনজিও এর প্রতিনিধি,ধর্মীয় প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি,বরিশাল উপজেলার ইএনও,ওয়াল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা,ওয়াল্ড ভিশন বাংলাদেশের বরিশাল, কোটালিপাড়া,মোরলগঞ্জ,আসাশুনি,ভান্ডারিয়া ও পিরোজপুর এপি এর কর্মকর্তা ও শিশু প্রতিনিধি।