এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

ঝড়েররাতে বরিশাল নগরীতে ট্রাক ভরে চোরের হানা, এএসআই’র সাহসে সম্পদ রক্ষা

বরিশাল নগরীর সাগরদী বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার (১০ নভেম্বর) দিবাগত রাতে সাগরদী বাজার জামে মসজিদের ভাড়া দেওয়া ফজিলত স্টোর ও তার বিপরীত পাশে মা জুয়েলার্সে এই চুরি সংঘটিত হয়। রাত সাড়ে তিনটার দিকে একটি সংঘবদ্ধ চোর চক্র দুটি দোকানের সাটার ভেঙ্গে ভিতরে ঢোকে। আর চুরির মালামাল নেওয়ার জন্য একটি মাঝারি আকৃতির ট্রাক নিয়ে এসেছিল বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার এএসআই সবুজ।

তিনি জানান, মোবাইল ডিউটি চলাকালীন রাত সাড়ে তিনটার দিকে নজরে আসে কয়েকজন লোক মা জুয়েলার্সের ভেতর থেকে বাঁশ দিয়ে সিন্দুক নামিয়ে ট্রাকে তোলার চেষ্টা করছে। ঘটনাটি সন্দেহ হলে ডিউটি টিম সেখানে উপস্থিত হই। তাদের আটকের চেষ্টা চালাই। চোরচক্র আমার ওপরে হামলা করে ট্রাকযোগে শহরের দিকে পালিয়ে যায়।

মাহিন্দ্রাযোগে ধাওয়া দিলে এত দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যায় ধরা সম্ভব হয়নি।

কিছুক্ষণ পর ট্রাকটি আবার ঘুর আসে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়িটি দপদপিয়া সেতুর ওদিকে পালিয়ে যায়।

শেষে দোকান মালিকদের ডেকে আনলে তারা জানতে পারে তাদের দোকান চুরি হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, চোর আটকের চেষ্টকালে আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা চোর সনাক্তের চেষ্টা করছি। এখনো থানায় কোন অভিযোগ না হলেও এ ঘটনায় মামলা হবে বলে জানান নুরুল ইসলাম।

মা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুদেব কর্মকার বলেন, পুলিশ না এসে পরলে আমার সমস্ত সম্পত্তি নিয়ে যেত। সিন্দুকটি নিতে পারে নাই বিধায় খুব বেশি মালামাল যায়নি। শোকেজে প্রর্দশনের জন্য রাখা অলংকার শুধু নিয়েছে। তাতে চার ভরির মত স্বর্ণালংকার চুরি হয়েছে।

ফজিলত স্টোর্সের স্বত্বাধিকারী শাহে আলম বলেন, আমারতো ফ্লেক্সিলোডের দোকান। খুব বেশি টাকা রাতে ক্যাশে ছিল না। ঝড়ের রাত বিধায় হাজার পঁচিশে ছিল। সেটাই নিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, ঝড়ের কারনে বিদ্যুৎহীন নগরিতে রাতে মোবাইল নেটওয়ার্কও বন্ধ ছিল। যে কারনে ট্রাকসহ চুরি করতে আসতে পেরেছে চোর।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official