পেঁয়াজের ঝাঁজে দেশের কাঁচা বাজার অস্থির। দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। এমতাবস্থায় এই রান্নার অনুষঙ্গকে ‘উন্নয়ন’ ফল বলে অ্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কয়েকদিন পর মানুষ সিন্দুকে রেখে দিবে, উপহার হিসেবে দিবে, ছবি তুলে রাখবে আর তারপর পদ্মা সেতুতে দাড়িয়ে দুই হাতে দুটা পেঁয়াজ নিয়ে উন্নয়ন দেখবে ……পেটে লাথির উন্নয়ন …পেঁয়াজের নতুন নাম দেয়া উচিত ‘উন্নয়ন’ ফল’’।