বলিউড তারকা মালাইকা অরোরা বেশ ফ্যাশন ও ফিগার সচেতন।বয়র চল্লিশ পেরোলেও এখন তার লুক দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। কিন্তু সম্প্রতি এই তারকার এক পোস্ট নেটিজেনদের অবাক করে দিয়েছে।
কিছুদিন আগেই অতিরিক্ত মেকআপ করে নেটিজেনদের ট্রলের শিকার হয়েছিলেন রানু মন্ডল। এবার সেই একই কাজ করে হাসির পাত্র হলেন মালাইকা। অতিরিক্ত মেকআপের কারণে মালাইকাকে তুলনা করা হচ্ছে রানু মন্ডলের সঙ্গে।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিটি মুহূর্তেই ভাইরাল। তার কারণ হলো, ভক্তদের মনে হয়েছে প্রয়োজনের চাইতে বেশি মেকআপ করেছেন মালাইকা। সেই পোস্ট এখন নানারকম সমালোচক মন্তব্যে সয়লাব। একজন লিখেছেন, ‘আপনি মেকআপ ব্যবহার করেছেন নাকি মেকআপই আপনাকে ব্যবহার করেছে?’
এদিকে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার প্রেমের সম্পর্কের কথা দুজনেই স্বীকার করেছেন। এই সম্পর্ক নিয়ে সবসময় হচ্ছেন খবরের শিরোনাম। তবে কবে নাগাদ বিয়ে করছেন সে বিষয়ে কেউই কোন মন্তব্য করেননি এখনও।