বরিশাল নগরীর এরিনা হোটেলের মদের বারে অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে পুলিশ। রাত সোয়া ১২টার দিকে এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মণ্ডল।
এর আগে রাত সাড়ে ৯টা থেকে হোটেলটিকে চতুরদিক থেকে ঘিরে রাখে পুলিশ।
পুলিশ জানায়- হোটেলটির বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও লাইসেন্সবিহীন কাউকে দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে এই বারে মদ বিক্রি চলছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং সেখান থেকে ৬২ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসি নুরুল ইসলাম জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’