স্টাফ রিপোর্টার:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, দক্ষিণ মোল্লাপাড়া এলাকার এনজিও ব্রেভ অফিসের সামনে স্থানীয় কামাল হাওলাদার মুদি ব্যবসা ও হাবিবুর রহমান হাওলাদারের কম্পিউটার এবং লাইব্রেরীর দোকানে শনিবার গভীর রাতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান দুটি সম্পূর্ণ ভস্মিভুত হয়। খবর পেয়ে রবিবার ভোরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।