তানজিম হোসাইন রাকিব:
আজ ১০ ফেব্রুয়ারি (সোমবার) ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর পরেশ সাগর মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।
উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: আব্বাস উদ্দিন খান, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল। পুরষ্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজী মাহফুজুর রহমান,চেয়ারম্যান, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো: ছগির হোসেন অহিদ, ম্যানেজিং ডিরেক্টর, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান জয়, পরিচালক, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ,, সেলিনা আক্তার হেনা, অধ্যক্ষ, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজ।
নগরীর পরেশ সাগর থেকে ক্যামেরায় তানজিম হোসাইন রাকিব
উক্ত অনুষ্ঠান মেধা পুরুষ্কার , ক্রীয়া প্রতিযোগীতার পুরুষ্কার , সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনের মাধ্যমে শেষ হয়।