29 C
Dhaka
অক্টোবর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ অনুষ্ঠিত

দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি এই স্লোগান নিয়ে আজ ১০ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সিপিপি, আভাস, ওয়াল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, রেড ক্রিসেন্ট সোসাইটি, সেইন্ট বাংলাদেশ, ব্র্যাক, কারিতাস ও সারডো সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ অনুষ্ঠিত হয়। শুরুতে সরকারি জিলা স্কুলের মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা দুর্যোগের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে। পরে সেখানে ফায়ার সার্ভিসের দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতির উপর এক মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পটুয়াখালী মোঃ মতিউল ইসলাম চৌধুরী, সহসভাপতি বরিশাল জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল মোঃ মমতাজ উদ্দিন, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল মোঃ ফারুক হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, প্রধান শিক্ষক বরিশাল সরকারি জিলা স্কুল বিশ্বনাথ দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। আগামীকাল সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

মুলাদীতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াতের

banglarmukh official

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

‘আজ ওর ফল প্রকাশ হলো, কিন্তু মেয়েটা আমার নেই’

banglarmukh official

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে মারধরের অভিযোগ

banglarmukh official