মা অসুস্থ। এরপর এলো করোনাভাইরাস। এমন সময় মাস দুয়েক আগে পর্তুগালের মাদেইরাতে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তখন হয়তো ভাবেননি এতটা সময় মায়ের পাশে থাকতে পারবেন। করোনাভাইরাস যে এলোমেলো করে দিয়েছে ফুটবল দুনিয়াকেও। মার্চে বন্ধ হওয়ার পর থেকেই ফুটবল উধাও স্টেডিয়াম থেকে। সেই রোনালদো অবশেষে ফিরেছেন ইতালিতে। সোমবার রাতে ব্যক্তিগত উড়োজাহাজে তুরিনে ফিরেছেন পর্তুগিজ তারকা। এসেই অবশ্য ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হয়েছে রোনালদোকে।
করোনার প্রকোপ কিছুটা কমার পর ফুটবল ফেরানোর তোড়জোড় চলছে ফুটবল পাগল ইউরোপীয়ান দেশগুলিতে। ইতালিতে অনেক ক্লাবেই ব্যক্তিগত অনুশীলন শুরু হয়ে গেছে। আগামী ১৮ মে থেকে দলীয়ভাবে অনুশীলন শুরু করতে পারে দলগুলো। রোনালদোর কোয়ারেন্টিনও শেষ হবে সেদিন।