30 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য

সিদ্ধান্ত- পরিশ্রমের চেয়ে সিদ্ধান্তের ওপর ক্যারিয়ার অনেকটা নির্ভর করে

ই এম রাহাত ইসলামঃ পরিশ্রমের চেয়ে সিদ্ধান্তের ওপর ক্যারিয়ার অনেকটা নির্ভর করে । পরিশ্রমের চেয়ে কৌশলগত দক্ষ হওয়া বেশি জরুরী । ক্যারিয়ার নিয়ে জীবনে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভোগাটা ঠিক নয়, খুব বেশি সিদ্ধান্তহীনতা বা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে না পারা ব্যর্থ হবার অন্যতম প্রধান কারণ । জীবনে মানুষ শুধু পরিশ্রম দিয়ে বড় পজিশনে যায়না, ভালো কিছু করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বা নিতে পেরে । নিজেকে নিজে judge করতে না পারলে এবং কোন sector এ গেলে সে ভালো কিছু করতে পারবে এটা বুঝতে না পারলে একটু সমস্যাই বটে । সিদ্ধান্তহীনতা তখনই আসে যখন আপনার সিদ্ধান্ত আরও অনেকের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয় । আপনার যেটা যুক্তিসঙ্গত মনে হয় এবং যেকাজ করতে আপনার ভালো লাগে সেদিকে dedicated হবার চেষ্টা করাটা better , এক্ষেত্রে কে কি বললো , কে কি না বললো এসব গৌণ । ক্যারিয়ার আপনার , কাজ করবেন আপনি, পেশায় শ্রম দিবেন আপনি, ভাললাগা খারাপ লাগা সবই আপনার, তাই নিজের যেটা ভালো লাগে , নিজে যেটা ভালো পারেন সেদিকে মনোযোগ দিন , দেখবেন উন্নতি এমনিই আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে । চাকুরীই করতে হবে বা ব্যবসাই করতে হবে এমন করতেই হবে শব্দটাকে একটু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, অন্যের দেখানো পথে হাঁটার চেয়ে নিজের পথ নিজে তৈরি করতে পারাটা অনেক কাজের আর শান্তিরও । ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, নিজের পারিপার্শ্বিকতার ওপর অনেক কিছু নির্ভর করে, সেদিকে প্লিজ একটু খেয়াল রাখতে পারলে ভালো । সবাই কি একইভাবে সফল হয় নাকি, সবার চারপাশের পরিস্থিতি,পারিবারিক পরিস্থিতি কি এক থাকে নাকি ? সবার পছন্দ কি এক নাকি ? নিজের ওপর শ্রদ্ধা ও আত্মবিশ্বাস রাখুন । তবে যেদিকেই মনোনিবেশ করবেন নিজের শতভাগ দেয়ার চেষ্টা করবেন, একবার না হলে বারবার চেষ্টা করবেন, যেন শেষ দেখেই ছাড়বেন । দেখবেন সফল আপনিই হয়েছেন । সফলতার কোন সংজ্ঞাও নেই, সফলতার শেষও নেই, আপনি যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট ও সুখী থাকতে পারেন তারমানেই আপনি সফল, সেটা যাই করুন না কেন । ego আর compare এই শব্দ দুটো একটু কেমন যেন তাইনা ? মানসিকতা এমন রাখা উচিত যেন ১০০ লক্ষ্য করে ছুটবেন, চেষ্টার কোন কমতি থাকবে না , কিন্তু ৫০ পেলে যেন আফসোস না থাকে । একটু ভালো থাকার জন্যই সবকিছু তাইনা ? এই সবকিছুর পেছনে ছুটতে গিয়ে যেন আবার জীবনের স্বাদটাই না আবার খুইয়ে বসি । পেশা নির্বাচনের ক্ষেত্রে দেখবেন অনেক মাতব্বর এসে আপনাকে পরামর্শ,বুদ্ধি,যুক্তি দিয়ে লাপাত্তা হয়ে যাবে, যখন তার পছন্দের সেই পেশায় এসে অসন্তুষ্ট হয়ে আপনি তার চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করছেন তখন দেখবেন সে এক কথায় বলে দিবে ” আসলে তোমার ডিসিশনই ঠিক ছিল, আমি রিয়ালি সরি ” । আর সেই সরির বোঝা আপনি বয়ে বেড়াবেন সারাজীবন । পেশা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নিজের ভালোলাগা আর passion কে গুরুত্ব দিন , দেখবেন সময়মত আপনার নিজের অনেক creativity বের হয়ে আসছে । ভালো থাকবেন সবাই ,

সম্পর্কিত পোস্ট

তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

banglarmukh official

জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

banglarmukh official

এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত

banglarmukh official

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

banglarmukh official

চীন-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

banglarmukh official

দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

banglarmukh official