35 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা

করোনার জীবন চক্র উদ্ভাবনকারী বিজ্ঞানী যা বললেন

বাংলাদেশে কোভিড নাইনটিন নিয়ে সঠিক ধারণা পেতে নতুন নতুন নমুনা নিয়ে গবেষণা করা দরকার বলে মনে করেন, অনুজীব বিজ্ঞানী সমীর সাহা। কোভিড নাইনটিনের জীবন চক্র উদ্ভাবন করা এই বিজ্ঞানী বলছেন, কয়েক দফায় ভোল পাল্টানো এ ভাইরাসের স্বরূপ জানতে আরও সময় লাগবে।

২০১৭ সালে ইউনেস্কোর কার্লোস জে ফিনালে পুরস্কার জিতে বিশ্বজুড়ে আলোচনায় আসেন অনুজীব বিজ্ঞানী বাংলাদেশের সমীর সাহা। ব্যাকটেরিয়ার রোগ ছড়ানোর কৌশল নিয়েই মূলত গবেষণা তার। সঙ্গে পেয়েছেন বিল অ্যান্ড মেলিন্ডা, চ্যান জুকারবার্গ বায়োহাবের মতো দাতব্য প্রতিষ্ঠান। মেয়ে সেঁজুতি সাহাকে নিয়ে গড়ে তুলেছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।

এবার কোভিড নাইনটিনের জিনোম সিকোয়েন্স করে আবার আলোচনায় সিএইচআরএফ। বাংলাদেশ এখন জানতে পারবে এদেশে ছড়ানো করোনাভাইরাসের উৎস, গতি প্রকৃতি। তাই এবারের যুদ্ধটা হবে এক ধাপ এগিয়ে থেকে।

অনুজীব বিজ্ঞানী ডা. সমীর কুমার সাহা বলেন, সিকোয়েন্সিংয়ের জন্য রোগটা যে কমাতে পারব-এ রকম চিন্তা নেই। এতে আসলে আমরা ভাইরাসটির গতিবিধি জানতে পারব। এটাও কোনো একসময় আমাদের সাহায্য করবে।

তাই এই অনুজীব বিজ্ঞানী ডা. সমীর কুমার সাহা কাছে প্রশ্ন ছিল এদেশে ছড়ানোর পর নিজেকে কতটা পাল্টে ফেলেছে কোভিড নাইনটিন।

তিনি বলেন, আমার মনে হয় না আমাদের দেশের ভাইরাসগুলো কম শক্তিশালী। কারণ এটির কোনো প্রমাণ মেলেনি। অন্যকোনো দেশেও প্রমাণ মেলেনি। যে পার্থক্যটা দেখছি এটা কালচার পার্থক্যের কারণে হয়তো। অথবা আমাদের ফুড অভ্যাস, ভেতরে ইমিউনিটি শক্তিশালী তাই এ পার্থক্য।

তবে শতভাগ সুফল পেতে আরও বিস্তর গবেষণার দরকার বলে মত অনুজীব বিজ্ঞানী ডা. সমীর কুমার সাহার।

তিনি বলেন, আমাদের আরও বেশি বেশি করে সিকোয়েন্সিং করতে হবে। যত বেশি নমুনা পাবো তত বেশি জানতে পারবো। কারণ অল্পকিছু নমুনা নিয়ে কাজ করলে সেটির ফলাফল ঠকি নাও হতে পারে।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official