এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

উল্টো তামিমকে ধন্যবাদ রোহিতের

ফাফ ডু প্লেসির পর একদিন বিরতি দিয়ে কাল রাতে আসবেন রোহিত শর্মা। তার আগে ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। এমন জনপ্রিয় একটা ‘লাইভ শো’র আগে কিছু হোমওয়ার্কও তো করতেই হয়! আইপ্যাডে টুকে রাখছেন প্রয়োজনীয় তথ্য, প্রশ্নের নোট। রোহিতের সঙ্গে আড্ডাটা যেন জমিয়ে তোলা যায়।

ফেসবুকে তামিমের ‘লাইভ শো’ জনপ্রিয়তার তুঙ্গে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদদের পর এক সঙ্গে লাইভে এনেছেন সাবেক তিন অধিনায়ক নাঈমুর রহমান, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশারকে। ইচ্ছে আছে সামনের এক পর্বে আনবেন আরও তিন সাবেক ক্রিকেটারকে। তার আগে কাল রাতে হবে রোহিত শর্মার সঙ্গে তামিমের আড্ডা।

দেশের সাবেক ক্রিকেটার বা সতীর্থরা তামিমের ডাকে সাড়া দেবেন জানা কথা। কিন্তু বিদেশীরাও যেরকম তাঁর এক ডাকেই লাইভ ভিডিও চ্যাটে চলে আসছেন, সেটির রহস্য কি? প্রশ্নটার উত্তর শুনুন তামিমের মুখ থেকেই, ‘ওরা খুব ভালোভাবে নিয়েছে এটাকে। রোহিত শর্মাকে যখন প্রস্তাব দিলাম, ও উল্টো ধন্যবাদ দিয়ে বলল এটা নাকি ওর জন্যও সম্মানের। আমি বললাম, তোমাদের দেখে বা তোমাদের কথা শুনে আমার দেশের মানুষের মুখে হয়তো কিছু সময়ের জন্য হলেও হাসি ফুটবে। আমার এই এক কথায় ওরা “হ্যাঁ” বলে দিয়েছে।’

তামিমের ব্যাটিং দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বুঝি ওটাই। কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থাপনা তো অন্তত তামিমের জন্য অত সহজ হওয়ার কথা নয়! অথচ কী সাবলিলভাবেই না একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তামিম জানালেন, এর জন্য কিছু ‘হোম ওয়ার্ক’ও করতে হয় তাঁকে, ‘প্রতিটি পর্বের আগেই কিছু হোম ওয়ার্ক করি। কয়েকজনের সঙ্গে আলোচনা করে ধারণা নেই কি ধরনের প্রশ্ন করা যায়। ক্রিকেটীয় প্রশ্ন তো করাই যায়। কিন্তু আমি চাই সবার সম্মান রক্ষা করে তাদের ব্যাপারে আরও কিছু জানতে এবং জানাতে। এক-দু দিন আগে থেকে এটা নিয়ে ভাবি, কিছু পয়েন্ট টুকে নেই। লাইভের সময় আমার সামনে আইপ্যাডে সব লেখা থাকে। আমি জানি কোন সময় কি প্রশ্ন করতে হবে।’

এখন পর্যন্ত যে কয়টি পর্ব হয়েছে, জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে দিয়ে কথা বলাতেই নাকি সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে তাঁকে, ‘রুবেলকে দিয়ে কথা বলানো একটু কঠিন হয়েছে (হাসি)। রুবেলের সঙ্গে আমার যা সম্পর্ক! ও যদি আমাকে একটু স্বাধীনতা দিত, তাহলে অনেক মজা করতে পারতাম ওই পর্বটাতে। কিন্তু মানুষকে বিনোদন দিতে গিয়ে তো কাউকে বিপদে ফেলা যায় না (হাসি)।’

করোনাভাইরাস আক্রান্ত সময়ে জাতীয় দলের বাঁহাতি ওপেনার প্রথমে মানুষের পাশে দাঁড়ান আর্থিক সহায়তা নিয়ে। এরপর শুরু করেন মানুষকে বিনোদন দিতে ক্রিকেটারদের সঙ্গে ‘লাইভ শো’। এই দুঃসময়ে যেন পেটের খোরাকের সঙ্গে মনের খোরাকও দিতে চাইলেন তিনি। কিন্তু তামিম সিদ্ধান্ত নিয়েছেন, আরও কয়েকটি পর্ব করে আগামী ২৩ মে ‘লাইভ শো’র ইতি টানবেন।

এরপর তাহলে কি? তামিম জানালেন, ‘কঠিন এই সময়ে মানুষকে ভালো রাখতে আমার পক্ষে যা যা করা সম্ভব, আমি তা-ই করতে থাকবো। শুরুতে যেটা করেছি ওটা এখনও চলছে, চলবে। লাইভ শোর পর হয়তো মানুষের পাশে থাকতে অন্য কোনো উপায় খুঁজে নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকলেও ব চেষ্টা করবো কিছু না কিছু করার। অন্য জায়গায়, হয়তো অন্য কোনোভাবে।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official