বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক, বরিশাল প্রেসক্লাব এর সদস্য, সাংবদিক বেলায়েত বাবলুর মাতা রেবা বেগম আর নেই।
তিনি আজ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপতালে বেলা ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহে —-রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার পুত্র সন্তান ,স্বামীসহ অসংখ্য গুনগ্রাঞী রেখে গেছেন। তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।
বরিশাল সিটি কর্পোরেশনের কর নির্ধারক, বরিশাল প্রেসক্লাব এর সদস্য, সাংবদিক বেলায়েত বাবলুর মাতা রেবা বেগম এর মৃত্যুতে বাংলার মুখ ২৪.কম এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় । বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌদুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) সহ বিভিন্ন বার্তায় এ শোক প্রকাশ করেন।