বরিশাল মেট্রোপলিটন পুলিশের করোনাভাইরাসে আক্রান্ত ৭ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) বিকালে তাদেরকে নগরীর পুলিশ লাইন্সে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল মাইক্রোবাসযোগে তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এর পুলিশ লাইন্সে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষে এ সংক্রান্ত ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। পরে তিনি করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সাংবাদিকদের জানিয়েছেন, করোনা আক্রান্ত পুলিশের সম্মুখ যোদ্ধা সাত সদস্যর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্ররনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই তাদের ঢাকায় পাঠানো হয়েছ।