যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে কাজ করছেন তার বড় মেয়ে ইভাঙ্কা। প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যা এখনো অব্যাহত আছে। বিভিন্ন মডেল, অভিনেত্রীসহ ঘটনার স্বীকার সবাই জনসমক্ষে মুখ খুলছেন। সম্প্রতি এসব অভিযোগকারীকে বিশ্বাস করেন কি না-এমন প্রশ্ন করা হয় ইভাঙ্কাকে।
রবিবার এনবিসি নিউজের পিটার আলেক্সান্ডারকে সাক্ষাৎকার দেন ইভাঙ্কা। সেখানেই এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি। ইভাঙ্কা যেন জানতেনই এমন প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবেই। একটু সময় নিয়ে তিনি বলেন, ‘বাবার যৌন হয়রানির শিকার মানুষদের অভিযোগগুলো বিশ্বাস করেন কী না?’- এমন প্রশ্ন তার মেয়েকে করা উচিত নয়। কারণ তিনি (ডোনাল্ড ট্রাম্প) দৃঢ়ভাবেই বলেছেন এতে কোনো সত্য নেই।’ সূত্র : পলিটিকো