দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদের শাশুড়ী ও সাংবাদিক জুবায়ের হোসেনের মাতা মোসা. নাসিমা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। রোববার দিনগত গভীর রাতে নগরীর আমতলা মোড় এলাকার বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমা দীর্ঘদিন ধরে এ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। সে স্বামী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ গতকাল সোমবার বাঘিয়া মুসলিম গোরস্থানে সম্পন্ন হয়। পরে সেখানে দাফন করা হয়েছে। মোসা. নাসিমা বেগমের মৃত্যুতে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, মরহুমার মৃত্যুর পর গোসল, দাফনসহ যাবতীয় কাজে সহায়তা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন, বরিশাল। এদিকে নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন বাংলার মুখ ২৪. কম পরিবার।