শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নিরপেক্ষ, সুসংগঠিত এবং স্বচ্ছ পুজিঁবাজার অপরিহার্য। কিন্তু সঠিক বিনিয়োগ শিক্ষা থেকে বঞ্চিত বিনিয়োগকারীরা গুজব, সংস্কার ও আবেগের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহন করে নিজেদের ভবিষ্যৎ বিপন্ন করে।
শুধু তা নয়, তাদের কার্যক্রমে পুজিঁবাজার তথা দেশের অর্থনীতি অস্থিতিশীল করে তোলে। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে এবং তাদের স্বার্থ সংরক্ষনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশব্যাপী বিনিযোগ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার বরিশাল বিভাগীয় কনফারেন্স অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত বিএসইসি এর নির্বাহী পরিচালক মাহবুবুল আলম লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএসইসি এর নির্বাহী পরিচালক ফরহাদ আহম্মেদ এবং এটিএম তারিকুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ম্যানেজার মোঃ রনি ইসলাম, স্টক এন্ড বন্ড লি: এর ম্যানেজার মাহামুদুর রহমান, আরসিবি বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার টিপু সুলতান ফরাজী।
অনুষ্ঠানে তারা আরো জানান, বরিশালে ৩ হাজার বিনিয়োগকারী রয়েছে। বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দিয়ে উন্নয়ন ঘটনোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা যাবে।