দেশে ফের সর্বোচ্চ হারে সংক্রমণ। শুক্রবারের হিসেবে শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯ হাজার ৮৮৭ জন, যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।
শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। ফলে এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৪২ জন। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৩ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১ লাখ ১৫ হাজার ৯৪২ টি ও মৃত ৬ হাজার ৬৪২ জন।
একসময় করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছিল ইতালি। এবার সংক্রমণের বিচারে সেই ইতালিকেও পেছনে ফেলে দিল ভারত। ইতালিকেও টপকে করোনায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। আগের সপ্তাহে চীনকে করোনা আক্রান্তের বিচারে পার করেছি
২৯ মে থেকে প্রত্যেকদিন ৮ হাজার বা তার বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসছে। ২ জুন ২ লাখ পেরিয়ে যায় আক্রান্তের সংখ্যা। এখন প্রত্যেক ১৫ দিনে দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা।
বিশেষজ্ঞরা আশঙ্কার বার্তা দিয়ে বলছেন, এই তালিকায় ভারত আরও উপরে উঠে আসবে, অর্থাৎ ভারতে সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ইরান, জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলে দিয়েছে ভারত। চলতি সপ্তাহের শেষে স্পেনকেও পিছনে ফেলে দেবে ভারত। জুনের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যকেও পেরিয়ে যাবে। সূত্র: কলকাতা২৪