নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। গতকাল ৮ জুন, সোমবার রাতে ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির শীর্ষ এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়।
গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে আমি ও আমার স্ত্রী নমুনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্টে আমার করোনা পজিটিভ ও আমার স্ত্রীর নেগেটিভ এসেছে।’
তিনি আরো বলেন, ‘আমি চাঙ্গা আছি। পরশু রাত থেকে জ্বর বা অন্য কিছু নেই। আমরা জন্য দোয়া করবেন।’
জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। এরপর গত ৪ জুন, বৃহস্পতিবার থেকে তার শরীরে জ্বর দেখা দেয়। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।