প্রথম করোনা শনাক্তের ২০ দিন পর ফলোআপ নমুনা রিপোর্টেও করোনা পজিটিভ শনাক্ত হলেন সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য প্রয়াত সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরান।
মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ফলোআপ রিপোর্ট আসা ৩ জনের মধ্যে একজন হলেন আসমা কামরান। ১৫ জুন আসমা কামরান ফলোআপ নমুনা দিয়েছিলেন।
এর আগে গত ২৭ মে বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আসমা কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৫ জুন তার স্বামী বদর উদ্দিন কামরানের রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তবে আসমা কামরান শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও স্বামী বদর উদ্দিন কামরান দীর্ঘ ১০ দিন করোনার সাথে লড়াই করে সোমবার (১৫ জুন) ভোরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।