করোনায় আক্রান্তের পাশাপাশি ভারতে মৃত্যুর সংখ্যাও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে দুই হাজারের বেশি মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারতে গত মঙ্গলবারের চেয়ে বুধবার মৃতের সংখ্যা একদিনে ২০ শতাংশ বেড়ে ১১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১১ হাজার মানুষ। অর্থাৎ ১০ হাজার ৯১৪ জন। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৮৭২ জন।
ভারতে মাত্র চারদিন আগেও আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ। করোনা আক্রান্ত ও মৃত্যুতে দেশটির রাজ্যগুলোর শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে তাদের মৃত্যু তালিকায় নতুন করে আরও ১ হাজার ৩২৮ জনের নাম যুক্ত করেছে। তালিকার বাইরে থাকাদের মধ্যে ৮৬২ জনই ছিল প্রাদেশিক রাজধানী মুম্বাইয়ের।
মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪৩৭ জনের নাম তালিকাভূক্ত হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮৩৭ জন। দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরমধ্যে থাকা নামগুলোর ৩৪৪ জন আগেই মারা গেছে। তবে ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করে ৯৩ জন মারা গেছে। সেখানে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।