আত্মবিভ্রাট
—-
আমি নিজেই জানি আমার মতো আমি নই
বিট কয়েনের মতো অস্তিত্ববিহীন
তবো জ্ঞানে অজ্ঞানে ঢের মূল্য কর আমার !
আমার যে রূপ তার ভেতর রঙবিহীন দেয়াল
জ্বলে যাওয়া ওয়াল পেপারে ঝুলকালি
অজস্র নিভৃতচারী তক্ষকের গুনে গুনে শব্দ করার প্রেক্ষাগৃহ
রঙধরা পাতার মতো ঘূর্ণিবাতাসে
ঘুরে ঘুরে আনন্দ কুড়ানোর একটু ফুরসৎ-
নিজের মতো হতে গিয়ে বারবার বদলে গেছি আমি
আমার চারপাশ তার মতো বদলে গেছে
অসংখ্য বায়ু গতিপথে আপন আপন বেগে
এসেছে নিজস্ব মৌসুম !
পাখিরা বদলেছে ফুল বদলেছে
বদলেছে নিজস্ব গৃহস্থালি ঢঙ
সুর বদল করতে গিয়ে হরবোলা পাখি পুরো বদলে গেছে
তবুও কেউ নিজের মতো হতে পারিনি যা ছিল হবার!
আমার পোশাকি অস্তিত্বের ভেতর আসল আমিটা নই
খেতাবি নামের ভেতর বদলে যাওয়া অজানা অর্থটা
আমার মতো নয় !
আমি আমার ছায়া হয়ে সবজায়গা ঘুরে বেড়াই
অজস্র জেরক্স কপি ভার্চুয়াল প্রতিলিপি হয়ে
নন্দন কানন ঘুরে আসি
নিজের অস্তিত্বের ভেতর নিজকে ধরতে গিয়ে টের পাই
আমার মতো আমি নই-
হতে পারিনি !
—
মামুন মোয়াজ্জেম
ঢাকা
১৯ জুন ২০২০ খ্রিঃ