বিশ্ব ও সমগ্র দেশ যখন করোনায় কোনঠাসা হয়ে পরেছে, দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দাভাব, তখন দেশের কিছু অসাধু চক্র সরকারী নির্দেশনা না মেনে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠেপরে লেগেছে। তেমনি
ঝালোকাঠী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কাল্ব, এর বিরুদ্ধেও এমন অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন এই প্রতিষ্ঠানটি আমাদের বিভিন্নভাবে হেনস্তা করে ও আমাদের অজান্তেই জামানতের চেক ব্যাবহার করে সর্বোচ্চ সম্বল বেতনের টাকা তুলে নেয়। পারিবারিক খরচ ও চিকিৎসার ওষুধের জন্য সামন্য টাকা পর্যন্ত তারা ছাড় দেয়নি। এসব বিষয় ভদ্র ভাবে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানটির ‘পলাশ’ নামের একজন কিস্তি আদায়কারী উল্টাপাল্টা কথা বলে আমাদের হেনস্তা করে। যার ফলে আমরা দুর্বিসহ জীবন যাপন করে আসছি । ভুক্তভোগীরা বলেন কিস্তি আদায়ের জন্য সরকার যে সময়সীমা নির্ধারন করে দিয়েছে তারা এসবের নিয়ম তোয়াক্কা না করে আমাদের বড় ধরনের বিপদে ফেলে দিয়েছে। এখন আমরা কোথায় যাবো ! এবং তারা সরকারী কর্তৃপক্ষের কাছে সূ-দৃষ্টি কামনা করছেন।
অন্যদিকে প্রতিষ্ঠানটির ম্যানেজারের নিকট যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।