বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্য এবং উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা পুলিশ লাইনসে কর্মরত এসআই মীর ওমর ফারুক (৫১) মৃত্যুবরণ করেন।
তিনি ঝালকাঠির বাড়ৈয়ারা এলাকার মীর আবুল কাশেমের ছেলে। ৫ জুন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হলে নমুনা পরীক্ষায় তার পজেটিভ আসে।
করোনা ওয়ার্ডে সাড়ে ১২টায় মারা যান বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা সুনীল কুমার (৫৬)। তিনি ওই এলাকার মৃত রাধা বিরোধ রায়ের ছেলে। গত ৬ জুন তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।