ক্রিকেটকে ‘জেন্টলমেন গেম’ বলার দিন বোধহয় ফুরিয়ে আসছে। একের পর এক বির্তকে জড়িয়ে কালিমালিপ্ত হচ্ছে শতাব্দী প্রাচীনতম এই খেলা৷ যার নতুন সংস্করণ ‘টালেন গেট’ বা ‘ডারবান গেট’ বিতর্ক৷ যার জেরে টেস্ট সিরিজের মাঝ পথে নির্বাসনের মুখে পড়তে পারেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার৷
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চলতি টেস্টে সিরিজের প্রথম ম্যাচটি ১১৮ রানে জিতে নিয়ে ১-০ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া৷ কিংসমিডে বাইশগজের ক্রিকেট লড়াই ছাড়াও খবরের শিরোনামে এসেছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়ান কিপার কুইনটন ডি ককের লড়াই৷ যা ইতিমধ্যেই ‘টানেল গেট’ বির্তক নামে পরিচিতি পেয়েছে৷
প্রথম টেস্টে ক্যাঙ্গারু-প্রোটিয়া দ্বৈরথ অন্য লেভেলে পৌঁছেছে৷ ম্যাচটিতে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ব্যাটিং চলাকালীন রান আউট বাঁচাতে গিয়ে ড্রাইভ দেন এবি ডি’ভিলিয়ার্স৷ ক্রিজে পড়ে থাকা অবস্থায় তার মুখ লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন অজি স্পিনার লাথান লায়ন৷ এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে৷ এরপর ড্রেসিং রুমে ঢোকার পথে প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যান অজি ওপেনার ওয়ার্নার ও প্রোটিয়া কিপার কুইন্টন ডি কক৷
কুইন্টন অভিযোগ করেন তার পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করেছেন ওয়ার্নার৷ অভিযোগ অস্বীকার করে ক্যাঙ্গারুদের তরফে বলা হয় কুইন্টনই আগে অশালীন মন্তব্য করলে নিজেকে ধরে রাখতে পারেননি অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷
এর মাঝে কুইন্টন ডি ককের বোন ডিলেন ডি ককের একটি টুইট ভাইরাল হয়েছে৷ যেকানে ওয়ার্নারের সঙ্গে বিবাদের ঘটনার খবর টুইট করে ককের বোন হুমকির সুরে লেখেন, ‘আমি তোমাকে দেখে নেব’৷ টুইটটিতে ট্যাগ করা আছে অজি সহ-অধিনায়ক ওয়ার্নারকে৷
শুরু যেই করে থাকুক কেন ক্রিকেটের ‘কোড অব কন্ডাক্ট’ বর্হিভূত আচরণের জন্য দ্বিতীয় টেস্ট থেকে নির্বাসিত হতে চলেছেন অজি ক্রিকেটার ওয়ার্নার৷ সঙ্গে বাড়ছে তার ডিমেরিটস পয়েন্ট৷ আইসিসির তরফে শাস্তির মুখে পড়তে চলেছেন প্রোটিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি’ককও৷
পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তা ক্রিকেটের পক্ষে কোনভাবেই মঙ্গলজনক নয়৷ খেলোয়াড়সুলভ মনোভাব ছুঁড়ে ফেলে দিয়ে ক্রিকেটাররা ঝামেলায় জড়িয়ে পড়ছেন৷ শাস্তি সরূপ নির্বাসিত হচ্ছেন৷ কিছুদিন আগেই নাইটক্লাবে ঝামেলায় জড়িয়ে অজি-ইংল্যান্ড অ্যাসেজ সিরিজে থেকে নির্বাসিত হয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান বেন স্টোকস৷