শেখ মুমন :
বরিশালের চরমোনাই লঞ্চঘাট এলাকায় মুসল্লিবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুই মুসল্লির মরদেহ চরমোনাই মাহফিল প্রাঙ্গনে রাখা হয়েছে।বাদ জুমা ,তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়।
উল্লেখ্য গত বুধবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নদী স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। বরিশাল নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রলারটি চরবাড়িয়ার প্রান্ত থেকে কীতর্নখোলা নদী পাড়ি দিয়ে চরমোনাই লঞ্চঘাটে দিকে আসে।
এ সময় ঘাটে থাকা কীর্তনখোলা ১০ লঞ্চের পেছনে নোঙর করে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের তুলতে গিয়ে ট্রলারটি কাত হয়ে যায়। পেছনে থাকা অন্য একটি ট্রলার ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই মুসল্লি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।