24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ

বাউফলে এক মূর্তিমান আতঙ্কের নাম আবু জাফর

বরিশালে পটুয়াখালী জেলার বাউফলে মেয়েদের প্রেমের ফাদে ফেলে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

এলাকাবাসী জানান,আবু জাফর বিয়ের প্রলপন দেখিয়ে মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক করে। মেয়েদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়াই এর কাজ। এরকম একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে।যখন কোন মেয়ে তাকে বিয়ের কথা বলে তখন সে নানার অযুহাত দেখায়। যখন মেয়েরা বিয়ে করার জন্য চাপ দেয় তখন এই ছেলে ভয় দেখিয়ে বলে যদি বাড়াবাড়ি করো তাহলে সব কিছু ইন্টারনেট এ ছেড়ে দেবার হুমকি দেয়। যখন যে মেয়েকে ভালো লাগে তার সাথে সম্পর্ক করে কয়েক দিন এর জন্য
যখন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যায় তখন তখন তা গোপনে ভিডিও করে রেখে তার সাথে খাবার আচারন শুরু করে এক পর্যায়েন তার এই অপকরম মানুষ দেখে খেলে হাতেনাতে দড়ে খেলে তখন এলাকার মানুষ তারপর বিচার করে।এতেও তার অপকর্ম কমেনি। এই ছেলে নাকি মেয়েদের সাথে দেখা করার কথা বলে তার বোন জামাইর বাসায় নিয়ে আসে যখন বাসায় কোন লোকজন থাকে না তখন বাসয় নিয়ে অসামাজিক কাজ করে এভাবে অনেক মেয়ের জীবন ও নষ্ট করে। তাই এই ছেলে যাতে কোন মেয়ের জীবন নষ্ট না করতে পারে।

খোজ নিয়ে জানা যায়, গত কিছুদিন আগে একটি ১৪ বছরের মেয়েকে প্রেমের ফাদে ফেলে তাকে বিয়ে করে। বিবাহের হলফনামায় মেয়ের বয়স ১৮ বছর দেওয়া থাকলেও তার কোনো প্রমান দেখাতে সক্ষম হন নি তিনি।

এখন প্রশ্ন আসে কে এই আবু জাফর? কি তার পরিচয়? আবু জাফরের পিতার নাম মুসলেম খান, মাতা ফিরোজা বেগম, জেলা পটুয়াখালী, থানাঃ বাউফল, ডাকঘরঃ দ্বিপাশা।

বাংলার মুখ ২৪. কম এর প্রতিবেদক এ ব্যাপারে আবু জাফরের মুঠোফোনে জানতে চাইলে তিনি ব্যাপারটি এড়িয়ে যান।

এই রকম আতঙ্ক থেকে মুক্তি চায় এলাকাবাসী

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

বরিশালে টাকা পাওয়ার অজুহাতে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ

banglarmukh official

পিরোজপুরে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

banglarmukh official

চরফ্যাশনে ধর্ষণ করে ভিডিও ধারণ আসামী গ্রেফতার

banglarmukh official