ঝালকাঠির সাংবাদিক অলোক সাহার জন্মদিন আজ। ১৯৮৯ সালের ৪ সেপ্টেম্বর ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
সাংবাদিক অলোক সাহা জনপ্রিয় অনলাইন নিউজ প্রোর্টাল আলোকিত ঝালকাঠির সম্পাদক, এসএটিভির ঝালকাঠি প্রতিনিধি , বণিক বার্তার জেলা প্রতিনিধি, ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক , টেলিভিশন সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক,এছাড়াও মুক্তিযুদ্ধ মঞ্চ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।
ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিক পেশায় নিয়োজিত, তিনি তার সংবাদ সংগ্রহ করে তা উপস্থাপন করে পাঠকের মনজয় করে আসছে।বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি শেষ করে এখন ঝালকাঠির জজকোর্ট এ শিক্ষানবীশ আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। তার পরিচিতির জগৎ স্বাভাবিকভাবেই বিস্তৃত। তার ঘনিষ্ঠ যোগাযোগের বৃত্তে বিখ্যাত ব্যক্তিগণ। সেখানে দল, মত, গোষ্ঠীর কোনো নেই বাছবিচার। তবে ব্যক্তিগত সুসম্পর্ক কখনো তার সাংবাদিক সত্তাকে আচ্ছন্ন করে না। যা উচিত বলে মনে করেন পরম বন্ধুর বিরুদ্ধে হলেও সে কথা লিখতে তার দ্বিধা নেই। এই আপসহীনতাই তাকে এগিয়ে এনেছে ।
তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।সাংবাদিক অলোক সাহা তাঁর জন্মদিন উপলক্ষে সকালের কাছে দোয়া কামনা করেছেন।