বরিশালে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে দুই গ্রুপের সংঘর্ষ এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকাল পাঁচটায় বিএনপির দলীয় কার্যালয় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক পদ পাওয়ায় শুকরানা দোয়া মিলাদ অনুষ্ঠান আয়োজন করে বিতর্কিত বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল। কয়েক দফা হাতাহাতি করে এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষের মাধ্যমে দোয়া মিলাদ পালিত হয়। বহু অনিয়ম-দুর্নীতি কারণে প্রায় একবছর স্থগিত থাকা বিতর্কিত বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম ফিরে পাওয়ার পরে জেলার সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি হওয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করে বিতর্কিত জেলা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতির অনুসারী প্রিন্স
রিমন (ওরফে দাও রিমন) মাসুম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনির অনুসারী বাপ্পি শামীম সংঘর্ষে কথা কাটাকাটি এবং হাতাহাতিতে লিপ্ত হয় পরবর্তীতে প্রোগ্রাম শেষে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে জানা যায় সদর উপজেলা কমিটির নিয়ে সভাপতি লিপন এবং সাধারণ সম্পাদক জনি অনুসারীদের ভিতরে এই সংঘর্ষ হয়। এতে সভাপতি লিপন অনুসারী প্রিন্স এবং সাধারণ সম্পাদক জনি অনুসারী বাপ্পি, শামীম আহত হয় বলে জানা গেছে
এ ব্যাপারে জানার জন্য জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন এর মুঠোফোনে ফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি উভয় গ্রুপের ভিতর উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।