২০২০ সালে করোনার কারণে দুর্গা পূজা উদযাপনে কিছুটা হলেও বাধা সৃষ্টি হবে কবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
শারদীয় দুর্গোৎসব উদযাপন নিয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
দর্শনার্থীদের মাস্ক পরে, হাত স্যানিটাইজ করে পূজায় অংশ গ্রহণের আহ্বান জানানো হয়৷ সারা দেশের পূজা মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা বা কোন প্রকার জনসমাবেশ না করার আহ্বানও জানান তিনি৷ এবছর প্রতিমা বিসর্জনে কোন শোভাযাত্রা না করার আহ্বান জানানো হয়েছে এই সংবাদ সম্মেলনে৷
এছাড়া কোন রকমের আতশবাজি, পটকা না ফুটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত সদস্যদের সাহায্য করার আহ্বান জানান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।