স্টাফ রিপোর্টার//সাইফুল ইসলামঃ
আজ বুধবার মোহনা টেলিভিশন লিমিটেড প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।মোহনা টেলিভিশন বরিশাল ব্যুরোর আয়োজনে বরিশাল প্রেস ক্লাবের প্রধান ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রধান শেখ শামীম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের বার্তা’র সম্পাদক জনাব কাজী বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ হোসেন, এ টি এন বাংলা টেলিভিশনের ব্যুরো প্রধান, হুমায়ুন কবির, বরিশালের আঞ্চলিক পত্রিকা দক্ষিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন সিকদার সহ বিশিষ্ট সাংবাদিক বৃন্দ।
আলোচনা শেষে কেক কেটে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বরিশালের পুলিশ কমিশনার সহ উপস্থিত বিশিষ্ট সাংবাদিক বৃন্দ।