বিদেশে অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তাদের দেশের শত্রু হিসেবে মন্তব্য করে আগামী ১৭ই ডিসেম্বরের মধ্যে তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট।
আজ রবিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদেশে বলা হয়, কানাডার টরেন্টোতে বেগমপাড়ায় বাড়ি কেনার জন্য কারা অর্থ পাচার করেছে তা জানতে হবে। বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে হাইকোর্ট।
অর্থ পাচারকারীদের নাম-ঠিকানা জনসমক্ষে তুলে ধরা দরকার বলেও মন্তব্য করা হয়েছে। দুইদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে আমলে নিয়ে এই আদেশ দিয়েছে হাইকোর্ট বেঞ্চ।