কোভিড -১৯ প্রতিরোধে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা আয়োজিত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল লঞ্চ ঘাট বিআইডব্লিউটিএর পার্কিং প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।
তিনি বলেছেন, আমরা অসুস্থ হয়ে গেলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবো।দেশ পিছিয়ে যাবে। অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাসের হাত-পা নেই। আমার -আপনার হাতের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। টিকা আসার আগে আমাদের সতর্কতা অবলম্বন করে টিকে থাকতে হবে।
সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করে যারা নিজেকে সংক্রমণ থেকে বাঁচিয়ে সুস্থ রাখতে পেরেছেন তাঁরাই প্রথম কাতারের যোদ্ধা।
দেশের উন্নতির কথা ভেবে সমৃদ্ধির কথা ভেবে আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি নিশ্চিত করতে হবে। নিজে সুস্থ থাকার পাশাপাশি আশপাশের মানুষকেও মাস্ক পরিধান করতে বাধ্য করতে হবে। মুখ নাক দিয়ে করোনাভাইরাস প্রবেশ করতে না পারে সেবিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপ-কমিশনার মোঃ মোকতার হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল।
উপস্থিত ছিলেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামান প্রমূখ।