বরিশাল প্রেসক্লাব নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো আইনি বাঁধা রইল না। এক ব্যক্তির করা মামলার প্রেক্ষাপটে বরিশালের আদালতের দেওয়া স্থগিত আদেশ খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার এই সংক্রান্তে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন প্রেসক্লাব সদস্য ও সাংবাদিক নেতা স্বপন খন্দকার।