27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ

একঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই আসন্ন বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

করোনাভাইরাসের আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার যে বাংলাদেশে নাও আসতে পারেন এমন আভাস অবশ্য আগে থেকেই পাওয়া যাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান রিকি স্কেরিট নিজেই ইঙ্গিত দিয়েছিলেন এমন আভাস। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো।

করোনা আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজের যে কয়জন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে আসছেন না তারা হলেন, নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার, অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ফ্যাবিয়ানো অ্যালেন ও শেন ডউরিচ ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ সিরিজের জন্য দল সাজানো ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ক্রেইগ ব্র্যাথওয়েট। ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে জেমন মোহাম্মদকে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), রুমাহ বোনার, জন ক্যাম্পাবল, রাহিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলগরি জোসেফ, কাইল মায়ের্স, শেন মোসলে, ভেরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়রিক্যান।

ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলগরি জোসেফ, জাইল মায়ের্স, আন্দ্রে ম্যাককার্থি, কর্ন ওলটে, রবম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও সেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

সম্পর্কিত পোস্ট

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official

অর্ধেকের বেশি কমতে যাচ্ছে সাকিবের বেতন

banglarmukh official