27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা

ঢাকা আসছেন বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। টাইগারদের অপেক্ষার অবসান ঘটছে চলতি মাসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই ফের বাইশ গজের লড়াইয়ে ফিরবে টাইগাররা। এই সিরিজে সাকিব-তামিমদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের জন লুইস। দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকায় আসবেন তিনি।

পারিবারিক কারণে গত বছরের আগস্টে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। তিনি সরে যাওয়ার পর শ্রীলংকা সফরের জন্য নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দায়িত্ব বুঝে নেয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছিলেন ম্যাকমিলান। বাবার মৃত্যুর কারণ দেখিয়ে পরে আর বাংলাদেশেই আসেননি কিউইদের সাবেক এই ব্যাটিং কোচ। মূলত তখন থেকেই ব্যাটিং কোচ বিহীন অবস্থায় আছে টাইগার বাহিনী। এবার লুইসকে নিয়োগ দিয়ে সেই শূন্যস্থান পূরণ করছে বিসিবি।

নতুন ব্যাটিং কোচ পেলেও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে পাচ্ছেন না সাকিব-তাইজুলরা। করোনা ভাইরাসের কারণে নিউজিল্যান্ড ছেড়ে বাংলাদেশে আসবেন না তিনি। অবশ্য সেখান থেকেই বোলারদের পরামর্শ দিয়ে যাবেন এই কিংবদন্তি ক্রিকেটার।

আগামী ১০ জানুয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। তার আগে দলের দায়িত্ব নিতে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক ৮ জানুয়ারি বাংলাদেশে পা রাখবেন বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official

অর্ধেকের বেশি কমতে যাচ্ছে সাকিবের বেতন

banglarmukh official