ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ রোজ শুক্রবার পিঠা উৎসব ও নবীন বরন অনুষ্ঠিত হয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে। গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্যের রীতিনীতিকে কিছুটা স্মরণ করিয়ে দিতে পরিচালিত হয় দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন ।
পিঠা ও নবীন বরন উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রফেসর ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ শওকত আরা, সহকারী অধ্যাপক তানজিলা শবনম,জামসেদুর রহমান।
উৎসবে উপস্থিত শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজিলা শবনম বলেন, বাঙালি সংস্কৃতির এক অনন্য উদাহরণ হচ্ছে শীতের পিঠা উৎসব। গ্রামের নবান্নের ছোঁয়া কৃষকদের মাঝে সারা বছরের অনুপ্রেরণা হিসেবে কাজ করতো।নতুন চালের ঘ্রাণ, প্রতিটি ঘরে পিঠা পায়েসের আয়োজন গ্রাম ও বাঙালির ঐতিহ্য। এগুলো নাগরিক জীবনে নেই বললেই চলে।তবে, ভালোলাগার মতো কথা হলো ঐতিহ্যের সে ছোঁয়া এখন নাগরিক জীবনেও লেগেছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এ অসাধারণ আয়োজন ছিলো মনে রাখার মতোই সুন্দর।
দিনব্যাপী পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির ছিল শিক্ষার্থীরা। বাঙালি ঐতিহ্যের নানা রকম ভাপা, নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা,তেলপিঠা,পাটিসাপটা, এবং চিতই পিঠার সমাহার। উৎসবে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৩তম ব্যাচের সিরাজাম মুনিরা বলেন, সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা উৎসবের সমাগমে উৎসব প্রাণচাঞ্চল্য পায়।