এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

প্রাথমিক সাফল্য বড় বড় সাফল্যের দ্বার খুলে দেয় -পুলিশ কমিশনার

বরিশালে বিএমপি পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে  মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে বিএমপি’তে কর্মরত পুলিশ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী বিতরণ অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার ৭ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, শিক্ষাঙ্গনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তোমরা তোমাদের বাবা-মা তথা পুলিশ পরিবারের সবাইকে সম্মানিত করেছ। সমাজের কাছে দেশের কাছে আমাদের মাথা উঁচু করেছো। তোমাদের জন্য আমরা গর্বিত। তাই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল আন্তরিক স্নেহ ভালোবাসা ও শুভেচ্ছা । তিনি বলেন, প্রাথমিক সাফল্য বড় বড় সাফল্যের দ্বার খুলে দেয়।

ভালো করার অদম্য ইচ্ছা নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের যুগে, প্রযুক্তির যুগে খারাপ দিকগুলো কে বর্জন করে ভালো দিকগুলোকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। একটি দেশের সামগ্রিক সাফল্য নির্ভর করে তোমাদের মত তরুণ উদীয়মান মেধাবী প্রতিশ্রুতিশীল আগুয়ানদের উপর। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি হলে তোমরা।

এসময় তিনি বলেন, যারা জনকল্যাণে সর্বদা নিয়োজিত তাদের কল্যাণ সাধনের জন্য সরকার তথা বাংলাদেশ পুলিশ প্রধান নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন। বর্তমানে দেশের সর্বাধুনিক হাসপাতাল রাজারবাগ পুলিশ হাসপাতাল। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে এ ধরনের হাসপাতাল নির্মাণ করা হবে।বরিশাল সহ ০৮টি ডিভিশনাল হেড কোয়ার্টারে ক্যাডেট কলেজের ন্যায় স্কুল স্থাপন করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, যে সকল পুলিশ সদস্যরা ২৪ ঘন্টা জনসেবায় নিয়জিত থেকেও তাদের সন্তানদেরকে সময় দিয়ে, তাদের কে সঠিক ভাবে গাইড করে মেধাবী করে গড়ে তুলছেন। তাদেরকে জানাই হাজার সালাম। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজকেরে এই স্মৃতিটুকু ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। সকল ধরনের অপরাধ থেকে বিশেষ করে মাদক থেকে দূরে থাকবে।

তোমাদেরকে নিয়ে যেন আমরা গর্ববোধ করতে পারি। উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯ এর ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী বিতরণী অনুষ্ঠান প্রতিবছর পুলিশ হেডকোয়ার্টার্স-এ অনুষ্ঠিত হলেও এ বছর বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এর পরিবর্তে নিজ নিজ ইউনিটে অনুষ্ঠিত হয়েছে।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম -সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএমটি, সদর দপ্তর এন্ড উত্তর) রুনা লায়লা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) আকরামুল হাসান, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা রাসেল, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানার শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানার নাসরিন জাহান, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার প্রকৌশলী শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা এন্ড ফোর্স মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম ) মোঃ নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার সহ অন্যান্য কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official